নিজস্ব প্রতিবেদক ॥ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও ঢাকা রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল নগরীর বিবিরপুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আহসান হাসান ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলায় সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি একাধিক মামলায় জড়িয়ে আত্মগোপনে চলে যান।
গ্রেপ্তারের আগে তিনি বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিচ্ছিলেন। পুলিশ আরও জানায়, তিনি বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকার একটি বাসা ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন।
স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাসান বিবিরপুকুরসংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে ঢাকা ও বরিশালে একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শুক্রবার তাকে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুনুল ইসলাম বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
