ঝালকাঠি প্রতিনিধি ॥ শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে সরকার কোনো আপস করবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুক, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা জানান, হাদির মৃত্যুর পর তিনি নিজেই সিদ্ধান্ত নেন নলছিটির গুরুত্বপূর্ণ লঞ্চঘাটটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে করার। এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই তিনি সরাসরি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।
তিনি বলেন, প্রতিদিন শত শত মানুষ এই লঞ্চঘাট ব্যবহার করে। এমন একটি বড় ও জনসম্পৃক্ত স্থাপনার নাম শহীদ হাদির নামে থাকলে তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
হাদি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, হাদি সততা ও নিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছেন। তার আদর্শ বাস্তবায়ন করতে না পারলে তা হবে তার রক্তের সঙ্গে বেইমানি।
উদ্বোধন অনুষ্ঠানে শহীদ হাদির পরিবারের সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
