নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরিশালের কাউনিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে বলেন, দেশ ও জাতির জন্য তাঁর ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকির। এ সময় সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাক পাঞ্জাতন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরিফ বিল্লাহ পাঞ্জাতনী। মোনাজাতে মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আত্মার শান্তি প্রার্থনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন শক্তিশালী রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। তাঁর আদর্শ ও নেতৃত্ব আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে পথনির্দেশক হয়ে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
