ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অনিয়ম ঠেকাতে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৩, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আচরণবিধি লঙ্ঘন রোধে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের দিন থেকে শুরু করে ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত তারা সংশ্লিষ্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। এর মাধ্যমে নির্বাচনী অনিয়ম, সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ কর্মস্থলের জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদান করতে হবে। দায়িত্বপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের কাজের পরিধি নির্ধারণ করবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা ভাগ করে দেবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার সার্বিক তথ্য নির্ধারিত ফরম্যাটে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাতে হবে। এতে নির্বাচনী তদারকি কার্যক্রম আরও জবাবদিহিমূলক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জনস্বার্থে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।