বরগুনা প্রতিনিধি: পাথরঘাটার কাকচিড়া এলাকার মুচিঘাটা সংলগ্ন বিষখালি নদীর শাখা খাল থেকে নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।
উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম। তার বাড়ি পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামে। তার বাবার নাম মৃত কাছেম আলী।
বুধবার (১৬ আগস্ট) সকালে স্থানীয়রা খালের ওই স্থানে একটি লাশ ভাসতে দেখে ইউপি চেয়ারম্যানকে জানায়। এরপর সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।