ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরদিন ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে।
সিইসি জানান, এবার দুই ধরনের ভোট একসঙ্গে পরিচালনার কারণে ভোটগ্রহণের সময় বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে অতিরিক্ত গোপন কক্ষ যুক্ত করা হবে, যাতে ভোটারদের চাপ সামলানো যায় এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। এর মধ্যে বিদেশে অবস্থানরত প্রবাসীরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের শেষ দিন ১১ জানুয়ারি। আপিল শুনানি হবে ১২–১৮ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
ইসি জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
