নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে বরিশালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতি। মানববন্ধনে ভোলা ও বরিশাল জেলার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন পেশাজীবীরা যোগ দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ না হওয়ায় দুই জেলার উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আজও ভোলার সঙ্গে বরিশালের যানবাহন চলাচল প্রায় পুরোপুরি নৌপথনির্ভর। ফলে যোগাযোগ ব্যয় বেশি হচ্ছে এবং যাতায়াতেও সময় লাগছে অতিরিক্ত। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দাবি করা হলেও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বড় কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
সেতু না থাকায় ভোলা জেলার গ্যাস বরিশালে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে বরিশালের শিল্পায়ন ব্যাহত হচ্ছে এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক সম্ভাবনা হুমকিতে পড়ছে। পাশাপাশি দুই জেলার শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত।
বক্তারা আরও বলেন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি বদলে যাবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বাড়বে এবং ভোলার গ্যাসভিত্তিক শিল্পায়নও দ্রুত এগিয়ে যাবে।
বক্তারা অবিলম্বে সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। মানববন্ধনে উপস্থিত অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
