ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগের শুনানি পিছিয়ে নির্বাচন-পরবর্তী সময়ে

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১১, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি এখন আর নির্বাচনের আগে হচ্ছে না। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শুনানি স্থগিতের আদেশ দেন। এতে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল–সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তি স্থগিত হয়ে গেল।

আদালতে আদেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি বলেন, “১৫ বছরের জঞ্জাল ১৬ মাসে সরিয়েছি।” তাঁর এই মন্তব্য আদালতের দীর্ঘমেয়াদি সাংবিধানিক বিতর্ক সমাধানে প্রচেষ্টাকে ইঙ্গিত করে।

২০১১ সালের ৩০ জুন পাস হওয়া পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বিভিন্ন সাংবিধানিক পরিবর্তন আনা হয়। সেই সংশোধনী নিয়ে রিট আবেদন শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট ২০ ও ২১ ধারা সংবিধানবিরোধী ঘোষণা করে। এরপর সুজন সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনটি পৃথক আপিল দাখিল করেন।

৩ ডিসেম্বর থেকে আপিল বিভাগের শুনানি শুরু হলেও নির্বাচনকে সামনে রেখে আদালত তা নির্বাচনোত্তর সময় পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচিত তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা প্রশ্নে চূড়ান্ত রায় পেতে এখন অপেক্ষা করতে হবে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।