ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান পাঠ্যবইয়ে: উন্মুক্ত হলো দমন-পীড়ন ও মুক্তির সত্য ইতিহাস

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৬, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান—যা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে বিবেচিত। এনসিটিবি প্রকাশিত এসব পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনের সূচনা থেকে শুরু করে রাষ্ট্রীয় দমন-পীড়ন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরা হয়েছে।

শুধু রাজনৈতিক ঘটনাপ্রবাহ নয়, ইতিহাস, সাহিত্য ও ভাষার পাঠ্যাংশে মানবিক বেদনা, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের প্রতিরোধের চিত্রও তুলে ধরা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বইয়ে শিক্ষার্থীদের বয়স অনুযায়ী এই অধ্যায়গুলো সংযোজন করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাস পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন বিতর্কের বাইরে থাকা এই অধ্যায়টি আবার পাঠ্যক্রমে ফিরে আসায় ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। একই বইয়ে ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ পরিচ্ছেদে ১৯৭৫ সালের বাকশাল, সামরিক শাসন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে।

পাঠ্যাংশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশে গণতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ে। বিরোধী মত দমন, গুম ও খুনের রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ একাধিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।

সপ্তম শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হওয়া কবিতা ‘সিঁথি’ শিক্ষার্থীদের মনে আন্দোলনের আবেগ ও বেদনা জাগ্রত করার প্রয়াস। অষ্টম শ্রেণির প্রবন্ধে গণঅভ্যুত্থানের ধারণাগত ব্যাখ্যার পাশাপাশি ২০২৪ সালের আন্দোলনকে বাংলাদেশের তৃতীয় বড় গণঅভ্যুত্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে ৫ আগস্টের চূড়ান্ত অভ্যুত্থান, কারফিউ ভেঙে মানুষের রাজপথে নামা এবং সরকারপ্রধানের দেশত্যাগের ঘটনা বিশদভাবে তুলে ধরা হয়েছে। ইংরেজি বইয়ে গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদের ভাষা ও শহীদ আবু সাঈদের মায়ের উক্তি নতুন প্রজন্মকে মানবিক বোধে নাড়া দেওয়ার চেষ্টা করেছে।

এদিকে এনসিটিবি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের বই শতভাগ বিতরণ সম্পন্ন হয়েছে। মাধ্যমিক স্তরের বইয়ের প্রায় ৭৮ শতাংশ ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে। বাকি বইগুলো ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের আশা করা হচ্ছে। এছাড়া ৬৪৭টি পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দের মতে, পাঠ্যবইয়ে এই অধ্যায়ের অন্তর্ভুক্তি শুধু ইতিহাস সংরক্ষণ নয়, বরং রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে সচেতন প্রজন্ম গড়ে তুলতেও সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।