স্পোর্টস ডেস্ক ॥ আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি সম্ভাব্য বিকল্প দলের নাম। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কোনো অনিবার্য কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বিবেচনায় রেখেছে। বড় টুর্নামেন্টে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় বিকল্প দল প্রস্তুত রাখা আইসিসির জন্য নতুন কিছু নয়। তবে বাংলাদেশের মতো একটি পূর্ণ সদস্য দেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম উঠে আসায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের অবস্থান জানতে সংস্থাটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া আসেনি স্কটল্যান্ডের দিক থেকে।
তবে ক্রিকবাজের অনুসন্ধানে জানা গেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে। দুবাই থেকেই আইসিসির বেশিরভাগ প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এই যোগাযোগের তথ্য থেকেই ধারণা করা হচ্ছে, বিষয়টি নিছক গুজব নয়; বরং প্রশাসনিক পর্যায়ে আলোচনার অংশ।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সীমিত ওভারের ক্রিকেটে স্কটল্যান্ড ধারাবাহিক উন্নতি দেখিয়েছে। টি–টোয়েন্টি ফরম্যাটে একাধিক শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সেই ধারাবাহিকতার ফলেই হয়তো বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম বিবেচনায় এসেছে।
অন্যদিকে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো সংশয় প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে রাখা মূলত একটি সতর্কতামূলক ব্যবস্থা। আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী ব্যাখ্যার দিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।
