ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে সুবিধা নিতে আসলে এক নারীকে দিয়ে বাতাস করানোর অভিযোগ উঠেছে অফিস সহকারী আঃ মান্নানের বিরুদ্ধে।
বুধবার (৯ আগস্ট) বাতাস করানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে এলাকায় বেশ সমালোচনার ঝড় হয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অফিসে সেবা নিতে আসলে এক নারীকে দিয়ে হাতপাখা দিয়ে বাতাস করাচ্ছেন তিনি। কিন্তু ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে অফিস সহকারী আঃ মান্নান অভিযোগের বিষয় কোনো মন্তব্য করতে রাজি হননি।
নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন চৌধুরীকে বলেন, আমি ছুটিতে থাকার কারনে বিষয়টি সম্পর্কে অবগত নই। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোন ভাবেই এমনটা করার সুযোগ নেই। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।