কলাপাড়া প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ ধাপে ২০০ ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার পেল দুই শতক জমি সহ ঘর।
বুধবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে এসব পরিবারের মাঝে জমি সহ ঘরের হস্তান্তর করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, ’বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গৃহহীন পরিবারের তালিকা তৈরী করে আমরা তাদের হাতে জমি সহ ঘরের দলিল বুঝিয়ে দিচ্ছি।
যাতে দেশে একটি পরিবারও গৃহহীন না থাকে।’ তিঁনি আরও বলেন,’৭৫’র ১৫ আগষ্টের খুনীরা দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা শুরু করেছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাঁধা দেয়ার পরিকল্পনা করছে। তাই দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনেও নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, ইউএনও (ভারপ্রাপ্ত) কৌশিক আহমেদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির, উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মকর্তা মো: আছাদুজ্জামান খান প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন, স্থানীয় গনমাধ্যম কর্মী সহ সুফলভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসংগত, কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৪৫০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে, ২য় পর্যায়ে ১১০, ৩য় পর্যায়ে ২০৩ এবং চতুর্থ পর্যায়ে ২০০ সহ সর্বমোট ৯৬৩ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                