পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পল্লী চিকিৎসককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে কাউখালী সদরের সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন পল্লী চিকিৎসক দীপেন্দ্রনাথ দিপেন রেজিস্ট্রেশন না থাকায় ডাক্তার লেখার অপরাধে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।
এ সময় সাথে ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন। উল্লেখ্য পল্লী চিকিৎসকরা কখনো নামের সামনে ডাক্তার লিখতে পারবে না। রেজিস্ট্রেশন না থাকলে ডাক্তারের লেখা যাবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।