বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মিণী নাসরিন হক (৭৬) আর নেই। তিনি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকার ক্যান্টনমেন্টে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাসরিন হক একজন অতিথিপরায়ণ, ধর্মভীরু, মানবিক ও উদারমনা নারী হিসেবে পরিচিত ছিলেন। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীসহ সর্বমহলে প্রশংসিত।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর ঢাকার ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
নাসরিন হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, তাঁর মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
