হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চর কুশোরিয়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত চলে এই অভিযান।
সেনাবাহিনী সূত্র জানায়, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর ইউনিটের একটি দল মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালায়। ৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্য রাত ৩টার দিকে দুর্গম চর কুশোরিয়া এলাকায় প্রবেশ করে অভিযান শুরু করেন।
দীর্ঘ সময় ধরে পুরো এলাকা ঘিরে রেখে ঘরে ঘরে তল্লাশি চালানো হয়। অভিযানের এক পর্যায়ে চর কুশোরিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০) কে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১২টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র (রামদা ও ছোরা), ১টি আধুনিক চাইনিজ কুড়াল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে ২টি স্মার্টফোন এবং ১টি সাধারণ মোবাইল ফোন রয়েছে।
সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা আলামত স্থানীয় থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেনা কর্তৃপক্ষ আরও জানায়, এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
