ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটির প্রতি জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতাকর্মীদের জন্য পৃথক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “বিএনপি বর্তমানে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে, যা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী বিএনপির জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।” তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। তাই নিজেকে প্রস্তুত রাখতে হবে যাতে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে সফল হতে পারি।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে আমাদের জন্য প্রতিপক্ষ সহজ হবে না। আমাদের নির্বাচনী মাঠ কঠিন হবে এবং আমরা কঠিন অবস্থায় পড়তে পারব। তবে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের জন্য জয় সম্ভব।”
তারেক রহমান বলেন, “জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হয়েছে, এবং এই ষড়যন্ত্র থেমে নেই। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রও হয়ে দাঁড়ায়।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু সেই স্বৈরাচারের সমর্থকরা এখনো ভিতরে ভেতরে ষড়যন্ত্র করছে। আমাদের মধ্যে অনুপ্রবেশকারী অনেক এজেন্ট রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “যে দলের নেতাকর্মীরা এত অত্যাচার সহ্য করেছে, তাদের মধ্যে যদি কেউ স্বার্থের জন্য দলের বিশ্বাস ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। দলের ঐক্য, জনগণের আস্থা, সব কিছু ধরে রাখতে হবে।”
শেষে, তারেক রহমান বলেন, “রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আমরা যদি জনগণের আস্থা হারিয়ে ফেলি, তবে আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হবে।”
তিনি বিএনপির নেতাকর্মীদের একত্রিত হওয়ার এবং নিজের অবস্থান থেকে সঠিক কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “যারা অনৈতিক কাজ করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে।”

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                