ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় নির্বাচনের আগে ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে এগোতে হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এটি ছিল সিলেট থেকে শুরু হওয়া তার নির্বাচনী জনসভা সফরের শেষ সমাবেশ।
তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
ভোটের আগে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, একটি গোষ্ঠী ও একটি বাহিনী নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। একই সঙ্গে প্রবাসীদের ব্যালট দখলের অভিযোগও করেন তিনি।
তারেক রহমান বলেন, অতীতের নিশিরাতের নির্বাচন এবং ভোট ডাকাতির সঙ্গে বর্তমান ষড়যন্ত্রকারীদের কোনো পার্থক্য নেই। উভয় পক্ষই একই গোষ্ঠীর বলে মন্তব্য করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ক্ষমতায় এলে বিএনপি সরকারের অগ্রাধিকার হবে কর্মসংস্থান সৃষ্টি। তিনি বলেন, লক্ষাধিক বেকার তরুণ ও যুবকের জন্য কাজের সুযোগ তৈরি করা হবে। নতুন শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
এছাড়া নারী ও কৃষকদের জন্য বিশেষ কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, জলাবদ্ধতা নিরসনে পুনরায় খাল খনন কর্মসূচির ঘোষণাও দেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
