ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, ক্ষমতায় গেলে যুবক, কৃষক, নারী ও বস্তিবাসীর জন্য দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে দল। শুক্রবার (২৩ জানুয়ারি) ভাষানটেকে আয়োজিত জনসভায় তিনি বলেন, জনগণের সমস্যা জানতে এবং সমাধান করতে জনপ্রতিনিধিদের জনগণের কাছে যেতে হবে।
তারেক রহমান বলেন, কৃষকের জন্য বিশেষ কার্ড এবং ঋণের ব্যবস্থা করা হবে। যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। তারা ভবিষ্যতে কর্মসংস্থান, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে যাওয়ার সুযোগ অথবা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিও বিএনপির অগ্রাধিকার।
তিনি বলেন, বস্তিবাসীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেবে দল। ধানের শীষ প্রতীকের নির্বাচিত হওয়ার ফলে দেশের উন্নয়ন হয়েছে। দেশজুড়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনে জবাবদিহিতা থাকা জরুরি। জনগণের সমস্যার সমাধান করতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর দেশে গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে দেশের পুনর্গঠন সম্ভব।
জনসভায় তারেক রহমান ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংলাপ করেন। ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও ছাত্রদের সমস্যা শুনে সমাধান করার প্রতিশ্রুতি দেন।
