ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৪, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি দমনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, এই দুটি চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা গেলে রাষ্ট্র ও সমাজের অধিকাংশ জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এক আলাপচারিতায় তারেক রহমান এ বক্তব্য দেন। তিনি বলেন, জনগণের প্রধান চাওয়া হচ্ছে নিরাপত্তা। “আপনি যা বলছেন, আমি যা বলছি—সবকিছুর আগে মানুষ যেন নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে, সেটাই নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।

দুর্নীতিকে বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে তারেক রহমান বলেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে নানা ধরনের দুর্নীতি বিদ্যমান। এসব অনিয়ম দূর করতে হলে রাজনৈতিক সদিচ্ছা ও সুসংগঠিত পরিকল্পনার প্রয়োজন। তিনি বলেন, “আমাদের যেভাবেই হোক দুর্নীতিকে অ্যাড্রেস করতে হবে। এই দুই জায়গায় উন্নতি হলে বাকি সমস্যাগুলো অনেক সহজ হয়ে যাবে।”

আলোচনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কার প্রসঙ্গও উঠে আসে। ফ্যামিলি কার্ড কারা পাবেন—এমন প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারম্যান বলেন, বর্তমানে সরকারের সামাজিক সেফটি নেট কর্মসূচির সংখ্যা ১৩৮টি হলেও সেগুলো কার্যকর নয়। এতে সম্পদের অপচয় হচ্ছে এবং সুবিধাভোগীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে বিএনপি একটি ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড চালুর চিন্তাভাবনা করছে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, কৃষক, ভ্যানচালক কিংবা অফিস কর্মকর্তা—সব শ্রেণির পরিবারের স্ত্রীদের এই কার্ড দেওয়া হবে। বিশেষভাবে একক মা, স্বামী পরিত্যক্ত ও সংকটে থাকা নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের পাশে ছিলেন তার কন্যা জাইমা রহমান। তরুণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও নীতি ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।