রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ সভা কক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ৮ আগস্ট বিকেল ৩ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা ববি মিতু, রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা স্বাগত বক্তব্য রাখেন।
প্রশিক্ষক সাবরিনা আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন -রাজাপুর প্রেসক্লাব সভাপতি মোঃ এনামুল হোসেন খান, পল্লী উন্নয়ন অফিসার আবদুস সালাম হাং, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি ৬ জন দুঃস্থ নারীকে ৬টি সেলাই মেশিন বিতরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।