ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

হা‌রিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন মা‌লিকদের ফি‌রিয়ে দিলো পু‌লিশ

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৯, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বি‌ভিন্ন সময়ে হা‌রিয়ে যাওয়া ৪১ টি মোবাইল সেট উদ্ধার করে তার প্রকৃত‌ মা‌লিকদের কাছে ফি‌রিয়ে দিয়েছে পু‌লিশ।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা পু‌লিশ অ‌ফিসের স‌ভা কক্ষে আনুষ্ঠা‌নিকভাবে এসব মোবাইল হস্তান্তর করেন পু‌লিশ সুপার মোঃ ওয়া‌হিদুল ইসলাম-‌বি‌পিএম।

এসময় পু‌লিশ সুপার বলেন, বরিশাল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বরিশাল জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ টহল ডিউটি বৃদ্ধি, মাদক বিরোধী ও মোবাইল ফোন উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

বরিশাল জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

তি‌নি ব‌লেন, বরিশাল জেলা ডিবি ও আইসিটি শাখা কর্তৃক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম চলমান আছে। তারই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বরিশাল এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গত ১ মাসে বরিশাল জেলার ১০টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ৪১ টি মোবাইল ফোন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছেন।

এ নিয়ে গত ৮ মাসে ১৬১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

তি‌নি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ভালোভাবে যাচাই- বাছাই করে ক্রয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যেকোন ধরনের অপরাধ যেমন চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, নারী নির্যাতন, সাইবার অপরাধসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী ঘটনার সাথে জড়িত যেকোন স্তরের ব্যক্তিকে আইনের আওতায় আনতে বরিশাল জেলা পুলিশ বদ্ধ পরিকর ।

এসময় উপ‌স্থিত ছিলেন ব‌রিশাল জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন-‌পি‌পিএম, অতিরিক্ত পুলিশ সুপার(জেলা বিশেষ শাখা) রেজওয়ান আহমেদ-পিপিএম প্রমুখ।

বিএম কলেজের রসায়ন বিভাগের প্রভাসক অ‌ভি‌জিৎ সিকদার জানান, গত ১৩ মার্চ উ‌জিরপুরের গু‌ঠিয়ায় একটি অনুষ্ঠানস্থল থেকে আমার মোবাইল ফোন‌টি হা‌রিয়ে যায়। অ‌ফি‌সিয়াল কাজে ব‌্যবহার করা ফোন‌টি হা‌রিয়ে যাওয়ায় পরের দিন উজিরপুর থানায় সাধারণ ডায়ে‌রি ক‌রি। ফোন‌টি ফিরে পাবো বু‌ঝি‌নি, আজ পেয়ে খুবই খু‌শি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।