হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে দরিদ্র, অসহায় ৫০টি পরিবারের সদস্যদের মধ্যে গরু বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এবং কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক ।
শনিবার ২ সেপ্টেম্বর বিকেলে হিজলা গৌরবদী ইউনিয়নের চরকুশুরিয়া এলাকার মরহুম আঃ ছত্তার তালুকদার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গরু বিতরণকালে উপস্থিত ছিলেন তার ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল মাবুদ মাছুম।
অসহায় পরিবারের মধ্যে গরু বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সালাউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন মাতুব্বর সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।