নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে প্রচন্ড বৃষ্টিপাতে ঘর বন্দী হয়ে পরেছে বরিশাল নগরবাসী। বেশিরভাগ মানুষের ঘর-বাড়ি তলিয়ে যাওয়া সহ ডুবে গেছে রান্নাঘর। এমন পরিস্থিতিতে ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন
বরিশাল সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মুন্না হাওলাদার।
আজ সকালে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কাউনিয়া বেগের বাড়ি, সরদার বাড়ি সড়ক, খ্রিষ্টান বাড়ি, মনসা বাড়ি, ব্রাঞ্চরোড চাউল আলা বাড়ি, বাঁশের হাটের পাল বাড়ি কাউনিয়া মেইন রোড সহ ২নং ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং অসহায় পানিবন্দী মানুষের খোঁজখবর নিয়েছেন।
এছাড়া ২নং ওয়ার্ডের পানি বন্দি প্রায় ৫ থেকে ৬শ পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি।
এদিকেকাউন্সিলর মুন্না ২নং ওয়ার্ডে বিভিন্ন স্থানের ড্রেনের ময়লা পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়েছেন । যাতে দ্রুত পানি নেমে যায়।
জলাবদ্ধতায় আটকে পরা মানুষ তরুন এই কাউন্সিলরকে পাশে পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।