ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীপুর মৎস্য বন্দরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর মহিপুর উপজেলার আলীপুর মৎস্য বন্দর এলাকায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন, যা মাদক কারবারে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে ৭ পদাতিক ডিভিশনের অধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটালিয়ানের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদির নেতৃত্বে একটি বি-টাইপ প্যাট্রোল মহিপুর থানার আলীপুর এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনাবাহিনী আরও জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন একজন চিহ্নিত মাদক কারবারি এবং তিনি মাত্র চার দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মহিপুর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা সক্রিয় ছিল। সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকে।

সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।