ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তি একত্রিত হয়েছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৪, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি ॥ মামুনুল হক, খেলাফত মজলিশের আমীর, শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুরের নেছারাবাদে নির্বাচনী জনসভায় বলেছেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তি একত্রিত হয়েছে।

তিনি বলেন, “গণভোটের পক্ষে যারা প্রকাশ্যে কথা বলেন, তারা গোপনে ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি আমরা মানতে পারি না।”

মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য প্রশাসনের প্রতি সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো ধরনের নির্বাচনী ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না।

তিনি ভোটারদের ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামীম সাঈদী এবং তার ছোট ভাই মাসুদ সাঈদী। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

মামুনুল হক রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনসাধারণকে দায়িত্বশীল ভোটার হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।