স্পোর্টস ডেস্ক ॥ আইপিএলের ২০২৫ মিনি নিলামকে সামনে রেখে ক্রিকেট বিশ্বের দৃষ্টি এখন ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে। এবার নিলামে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিবন্ধন সময় শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ জন ক্রিকেটারের নাম আইপিএল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। এদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন তারকা ক্রিকেটার। বাংলাদেশ থেকে এই তালিকায় মোস্তাফিজুর রহমানের নাম থাকায় দেশেও আলাদা গুরুত্ব তৈরি হয়েছে। জনপ্রিয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাখা হয়েছে এক কোটি রুপি ক্যাটাগরিতে।
এবারের নিলামে ১০টি দলে মোট ৭৭টি পদ খালি রয়েছে, যার মধ্যে ৩১টি শুধু বিদেশি কোটার জন্য। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে। দলগুলো প্রথমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের তালিকা পাঠাবে এবং সেই তালিকা যাচাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। এই তালিকা পাঠানোর শেষ তারিখ ৫ ডিসেম্বর। মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে।
চলতি নিলামের সবচেয়ে আলোচিত নাম ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে দলে ভেড়ানোর তীব্র আগ্রহ দেখাচ্ছে। বাজেট এবং বিদেশি খেলোয়াড়দের স্পট দুই দলেরই হাতে আছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে তার শূন্যতা পূরণের পরিকল্পনা করছে কেকেআর।
১৪টি দেশের ক্রিকেটার এবার নিলামে নিবন্ধন করেছেন; তাদের মধ্যে মালয়েশিয়ার তারকা বীরানদীপ সিং বিশেষ নজর কেড়েছেন—টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি তাকে অনন্য পর্যায়ে তুলেছে।
তবে গ্লেন ম্যাক্সওয়েল নিলামে অংশ না নেওয়ায় অনেকেই বিস্মিত। সকল মিলিয়ে, এবারের নিলাম ঘিরে প্রত্যাশা ও উত্তেজনার মাত্রা শীর্ষে।
