স্পোর্টস ডেস্ক ॥ আসন্ন ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামকে ঘিরে ক্রিকেট দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। নিবন্ধিত ১৩৫৫ খেলোয়াড়ের মধ্যে চূড়ান্তভাবে ৩৫০ জনকে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে সাতজন বাংলাদেশিও। বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ভারতীয় সময় বেলা ১টায়, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো ৭৭টি ফাঁকা স্লট পূরণে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ তালিকায় ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হাতে সবচেয়ে বেশি অর্থ— ৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনো ১৩ জনকে দলে নিতে পারবে, যার মধ্যে ৬ জন বিদেশি। চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন— মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। অভিজ্ঞ সাকিব আল হাসান বাদ পড়েছেন হালনাগাদ তালিকা থেকে।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য (২ কোটি রুপি) ক্যাটাগরিতে শুধু মুস্তাফিজ। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসে খেলা এ পেসারের আইপিএলে ম্যাচ সংখ্যা ৬০।
নিলামের বড় চমক দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। প্রাথমিক তালিকায় না থাকলেও এক ফ্র্যাঞ্চাইজির সুপারিশে তাঁকে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর ভিত্তিমূল্য ১ কোটি রুপি। সম্প্রতি ওয়ানডেতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করায় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বেড়েছে এ অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে।
নতুন তালিকায় শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগের নামও যুক্ত হয়েছে। ক্যাপড খেলোয়াড়দের দিয়ে নিলাম শুরু হবে, পরে উঠবে আনক্যাপডরা।
